আসতেও একা যেতেও একা
মধ‍্যে জীবন ভাবনা,
কাঁটায় ভরা পথ চলিতে
করতে হবে সাধনা।

অসৎ সঙ্গে হয় সর্বনাশ
অতি সত‍্য কথা,
লোভে হয় পাপ পাপে মৃত‍্যু
সঙ্গী বিরহ ব‍্যথা

সৎ মানুষের সঙ্গী হলে
করবে স্বর্গ বাস,
জেনে বুঝে ধোঁকা দিলে
পড়বে দীর্ঘশ্বাস!

আকাশ কুসুম ভাবনা যাদের
অলস তারা হয়,
কাজের কথা বললে তাদের
ভাবে জীবন ক্ষয়!