তিন ভাগ জল রাশি এক ভাগ ভূমি,
পৃথিবীর বুকে তাই সবুজ বনানী,
ফল মূল পশু পাখি ভরা এ ধরণী ;
রূপে সেরা মানবের এ আবাসভূমি!
অবিরাম বায়ু বয় নির্মল মৌসুমি,
পৃথিবীর বুকে জাগে প্রাণের স্পন্দন,
মানবেরা গড়ে তোলে রক্তের বন্ধন ;
সভ্যতা এখানে গড়ে তার পটভূমি।
অনেক দুর্যোগে ধ্বংস হয়েছে ধরিত্রী,
মানুষেরা টিকে রয় নিজ ক্ষমতায় ;
গড়ে তোলে ধীরে ধীরে নতুন পৃথিবী,
বেঁচে থাকার সংগ্রামে চলে দৃঢ় পায়।
জানে যেতে হবে চলে তবু প্রেমে পড়ে,
রক্তের বাঁধনে বেঁধে পরিবার গড়ে।
*****
পের্তাকীয় (অষ্টক) ও শেক্সপিয়র (ষষ্ঠক) সনেটের মেলবন্ধন