চেয়েছিলাম ভালোবাসা পেয়েছি বিরহ,
ভেবেছিলাম হবো অশোক থেকেছি নির্মোহ ;
কত কিংশুক ঝরে যায়,
কত বসন্ত আসে যায়;
জীবনে তাও এলো না সে প্রেমের আবহ।
দেখেছিলাম কত স্বপ্ন বিজনে বেঁধেছি নীড়,
চেয়েছিলাম সুখী হতে কষ্টে হয়েছি অধীর ;
প্রিয়ন্তির চোখে জল,
বৃথাই করে টলমল ;
ছলনায় কাঁদে মন পেয়ে ব্যথা সুনিবিড়।