অনাবিল ভালোলাগা তোমায় ঘিরিয়া
বারে বারে প্রাণে জাগে নিয়ে আকুলতা,
উচ্ছ্বসিত প্রেম রসে হৃদয় ভরিয়া
নয়নে তোমারে হেরি নিয়ে ব্যাকুলতা।
রূপ রসে গন্ধে ভরা তোমার শরীর ,
তব বুকে ঠাঁই নিয়ে ভুলি দুঃখ গ্লানি ;
দীপ্ত রশ্মি শিখা জ্বলে ভেতর বাহির ,
মন্ত্র মুগ্ধ হই দেখে সবুজ বনানী ।
সৌরভে গৌরবে তুমি জগতের সেরা,
ক্ষুদ্র শীর্ণ অঙ্গ তবু অপার মহিমা ;
নদী নালা খাল বিল আলো ছায়া ঘেরা,
স্বাধীন সত্তায় ফোটে আপন গরিমা।
ধান শালিকের দেশ আমার স্বদেশ,
মায়ের আঁচল পাতা প্রিয় বাংলাদেশ।