কোন ছলনায় বলো বাঁধিলে আমায়,
এত কাছে কেন তুমি আসিলে আমার,
এত ভালোবাসা আমি চাইনি তোমার ;
জানিনা কেমনে আমি ভুলিব তোমায়!
আজ এ মন তোমারে কাছে পেতে চায়,
অন্তরে রয়েছো তুমি হয়ে আপনার,
দূরে থেকে দিলে জ্বালা বিরহ ব‍্যথার ;
তবু মানে না এ মন তোমাতে হারায়!

আর নয় ছলা কলা নয় দূরে থাকা,
তোমার ছবি যে মোর হৃদয়েতে আঁকা।

রচিব প্রেমের নীড় তুমি আমি মিলে
ভালোবাসা রবে সেথা দুজনার মনে,
দুজনায় দুজনারে কাছে টেনে নিলে
প্রেমসুধা মাখামাখি হবে সংগোপনে।

            *******




* গত ১৭ই জুলাই থেকে গতকাল ১৬ই আগষ্ট পর্যন্ত মনটা ভিষণ রকম শোকাহত হয়েছিল, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর গত তিপ্পান্ন বৎসরে এত মৃত‍্যু আর কখনও দেখিনি, তাও আবার নিরস্র ছাত্র জনতার , ক্ষমতার দম্ভ ও মোহ যে মানুষকে পশুর চেয়েও বর্বর করে দেয় তা আবার প্রমাণিত হলো। ঐ দিন গুলোর ভয়ঙ্কর স্মৃতি ভুলে থাকার জন‍্য আজকের এ প্রেমের কবিতা! *