১৬
আর কতকাল থাকবো আমি
তোমার আশায় বসে,
আসবে কখন ভরিয়ে দিতে
হৃদয় প্রেমের রসে?
১৭
উপচে পড়া ভালোবাসা
হৃদয়ে রেখেছি ধরে,
কাছে এসে ধরা দিলে
রাখবো আপন করে।
১৮
কেন আমায় ভুল বুঝেছো
কেন দিচ্ছো ব্যথা!
একবার কাছে আসলে না হয়
বলতে প্রেমের কথা।