আর একটিবার যদি নাম ধরে ডাকতে,
আর কিছু সময় যদি তুমি কাছে থাকতে!
আমি ভুলে যেতাম সব হারাবার স্মৃতি,
ভুলে যেতাম প্রচলিত সকল রীতি নীতি।
ছুটতাম তোমার সঙ্গে প্রেমের অভিলাষে,
ধরতাম তোমার হাত অকুণ্ঠ বিশ্বাসে।
আশ্বাস খুঁজছে হৃদয় তুমি ফিরে আসবে,
আমার চোখে চোখ রেখে অনুরাগে হাসবে ;
রাতের আকাশের তারা হয়ে তুমি ভাসবে,
চাঁদের আলো জ্বেলে মোর হৃদয়েতে থাকবে।
অভিমান ভুলে আবার যদি কাছে আসতে,
জানি আমি পারবো না সে হাত আর ছাড়তে।