চাঁদের আলোয় দেখি তোমায়
মুগ্ধ দু’চোখ মেলে,
তোমার রূপের স্নিগ্ধ ছটায়
হীরার জ্যোতি খেলে।
আকাশ পানে তাকাই যখন
তোমার ছবি দেখি,
নীলে নীলে আছো মিশে
ডাগর ডাগর আঁখি!
জ্যোৎস্না আলোয় তোমায় দেখে
চোখ জুড়িয়ে যায়,
তোমার প্রেমে ব্যাকুল এ মন
কাছে পেতে চায়।
তোমায় পেয়ে ধন্য এ মন
সিক্ত ভালোবাসায়,
তুমি আমার জীবন সাথী
ছিলাম তারই আশায়।