কি কুক্ষণে এলো মনে প্রেমের বাসনা
হৃদয়ের দ্বার খুলে বলি এসো প্রিয়া
কাম ভাবনায় কাঁপে থরো থরো হিয়া
আকুলি বিকুলি মন প্রেমে বিবসনা।
কাছাকাছি যদি রয় নারী ও পুরুষ
দুটি দেহে জেগে ওঠে সম্ভোগ বাসনা,
পারিনি করিতে তাই সংযত রসনা
প্রেমের তীর্থে থাকেনি কেউ অকলুষ!
যে এসেছে কাছে মোর ভাবিয়া আপন
তাহারে দিয়েছি ঠেলে ছলনার ভয়ে,
জমানো মধুর প্রেম যায় ক্ষয়ে ক্ষয়ে
আলেয়াকে আলো ভেবে দেখেছি স্বপন।
আজ বুঝি সেই জন চায় প্রতিদান,
আবেগে সোহাগে ভরা প্রেম সুমহান।