প্রেম কোথায়?
উঁচু পাহাড় কি তার ঠিকানা?
ঝড়ো আকাশের মত কঠিন
তার পথ পরিক্রমা!
যদি তুমি সেখানে যেতে চাও
কখনও দম হারাবে না,
তাড়াহুড়ো করো না
পা পিছলে যেতে পারে!
আস্তে আস্তে কথা বলবে,
পাখির মত কলতান নয়!
সিংহের মত গর্জন নয়!
হু হু বাতাসের শিস্ শুনতে শুনতে
যখন দেখবে তাকে,
হাত বাড়িয়ে দিও
ঠিক ধরা দেবে,
যতই হোক তার
অভিমান।




***
আমরিকান কবি Langston Hughes তার বিখ‍্যাত প্রেমের কবিতা A Love song for Lucinda কবিতায় প্রেম কে উচ্চ পাহাড় বলে উল্লেখ করেছেন তার ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে এ কবিতার জন্ম।