একটা সময় মানুষ কামাচ্ছন্ন হয়ে যায়,
কৈশোর থেকে বৃদ্ধকাল গোপনে তারা নারীর সান্নিধ্য চায়!
ভাসতে চায় প্রেমের অনাবিল মুগ্ধতায়!
মনে পড়ে দেশ যখন স্বাধীন হলো-
মানুষ প্রেম করতে রমনা পার্ক,
চিড়িয়াখানা বলধাগার্ডেন কিংবা
সিনেমা হলে ছুটে যেত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা-
সোহরাওয়ার্দী উদ্যান, টি এস সি চত্বর,
চারুকলার বারান্দা কিংবা পাবলিক লাইব্রেরির টেবিলে -
প্রেমের আদান প্রদান করতো।
এখন প্রেম নিবেদনের নির্দিষ্ট কোন স্থান নেই-
বাড়ির আঙ্গিনা থেকে শুরু
যানবাহন শপিংমল, হোটেল রেস্তোরা
এমুউজমেন্ট পার্ক, রিসোর্ট ; এমন কি
গাঁ য়ের পেয়ারা বাগান, আম বাগান ;
নির্জন ফসলের মাঠ, কাশবন ;
পাহাড়ের চূড়া সমুদ্র সৈকত,
সর্বত্র প্রেমিক প্রেমিকার মিলন মেলা।
ষাট সত্তর আশির দশকে চিঠি ছিল
প্রেম নিবেদনের বড় হাতিয়ার,
এখন আর চিঠি কেউ লেখে না ;
ল্যান্ড ফোনে ও কেউ বলে না- হ্যালো!
সকলের হাতে এন্ড্রয়েড স্মার্ট ফোন,
আজ এই ফোনেই হয় পরিচয়!
চলে প্রেম আলাপন রাতভর দিনভর
বিরামহীন অতঃপর.....