রমজান শেষে ধরার বুকে
এসেছে আজ ঈদ,
গাজার বুকে ফিলিস্তিনির
দুই চোখে নাই নিদ!
ধ্বংস স্তূপে দাঁড়িয়ে তারা
আল্লাহু আকবর বলে,
ঈদের নামাজ পড়ছে তার
সকল ভয়কে দলে।
চারিদিকে ধ্বংসযজ্ঞ
মৃত্যুর আহাজারি,
শিশু নারীর কান্না শুনে
হৃদয়কে দেয় নাড়ি।
ফিলিস্তিনি শিশুর মুখে
একটু হাসি ফুটুক,
ঈদের দিনে খাদ্য জামা
ওদের কিছু জুটুক,
ওদের মুখে হাসি ফোটাতে
মুসলিম উম্মাহ জাগো,
ইহুদী নাসারা জোট বেধেছে
চক্র টাকে ভাঙ্গো।