পাশের বাড়ির ঐ মেয়েটির
লম্বা কাল চুল,
সেই চুলেতে খোপা বেঁধে
পড়ে বন ফুল।
ফর্সা মেয়ের ডাগর আঁখি
বলে প্রেমের কথা,
ভালবেসে কাছে এসে
দেবে কি সে ব‍্যথা?
ভালবেসে থাকবো পাশে
মনটা যে ব‍্যাকুল,
দূরে দূরে থাকবো কেন
করবো কেন ভুল!
রূপের কি যে যাদু তাহার
মনে ধরায় আগুন,
তার ছোঁয়াতে হৃদয়ে মোর
এলো প্রেমের ফাগুন।
পাশের বাড়ির সেই মেয়েটি
ডাকলো ইশারায়,
প্রেমের মোহে পিছল পথে
মন হারিয়ে যায়।