হুতুম পেঁচা উঠলো ডাকি
চোখ রাঙিয়ে,
কা কা রবে কাক ডেকে দেয়
ঘুম ভাঙ্গিয়ে।
ময়ূর নাচে হেলে দুলে
পেখম মেলে,
পানকৌড়ি শিকার খোঁজে
নদী পেলে।
ময়না চোখে গয়না পড়ে
কথা বলে,
শালিক চড়ুই দেখা করে
ছলে কলে।
বাক বাকুম পায়রা ডাকে
ঘাড় ফুলিয়ে,
কোকিল ডাকে মধুর সুরে
মন ভুলিয়ে।
তোতা টিয়া হাসতে জানে
ঠোঁট বাঁকিয়ে,
শকুন পারে ভয় দেখাতে
মন কাঁপিয়ে।
এক পায়ে দাঁড়ায় বগা
বিলের জলে,
মাছের আশায় দিন কাটে তার
আকাশ তলে।
দোয়েল ঘুঘু শ্যামা ফিঙ্গে
দেখতে চমৎকার,
আকাশ জুড়ে উড়ছে পাখি
নাম অজানা তার।
প্রজাপতি ডানা মেলে
ফুল বাগানে আসে,
এত সব দেখে খুকু র
মন আনন্দে ভাসে।