কথা কাজে পাকা হলে
তার নাই দুঃখ,
বুদ্ধি জ্ঞানে পাকা যে জন
কাজ তার সুক্ষ।
পাকা হাতে কাজ করিলে
ভুল খুব কম হয়,
পাকা ঘর আর পাকা কথার
দাম খুব কম নয়!
পাকা হাতের রান্না খেতে
জিভে আসে জল,
কাছের মানুষ থাকলে দূরে
নামে ব্যথার ঢল।
ভালবাসা পেতে বলো
কার মন চায় না,
পাকা কথার ছলনাতে
মন ভেঙ্গে যায় না?