পহেলা বৈশাখ আজ শুভ নববর্ষ,
জাগে বাঙালির বুকে অনাবিল হর্ষ!
বাংলাদেশে ঘরে ঘরে আনন্দ উৎসব,
বর্ষ বরণ করতে এত কলরব!
দিকে দিকে আজ চলে কত আয়োজন,
বর্ষ বরণের গান গাইছে সুজন ;
রমনার বটমূলে ছায়ানট গায়,
এসো হে বৈশাখ আজি আনন্দ ধারায়
সব বঞ্চনা বিদ্বেষ দূর করে এসো,
মনের দীনতা গুলো মুছে দিতে এসো,
এসো হে বৈশাখ নব চেতনায় এসো,
নব প্রভাতে বৈশাখী ঝড় হয়ে এসো!
নতুন আলোয় রাঙা সকলের মন,
নব প্রত্যাশায় প্রাণে জাগে আলোড়ন।
*** *** ***
আজ পহেলা বৈশাখ ১৪৩১
সবাই কে নববর্ষের শুভেচ্ছা!