পাগল পাগল ভাবখানা তার
পাগল সে তো নয়,
ছুঁয়ে দিলে প্রেমিক সেজে
কত কথা কয়!
রঙ তামাশার এই দুনিয়ায়
বাঁচতে যদি চাও
পাগলামি টা ভালোবাসায়
পরখ করে নাও।
মানব মনে লুকিয়ে থাকে
কত স্বপ্ন আশা,
পাগলামিতে বাড়ায় জ্বালা
ব্যর্থ ভালোবাসা।
জীবন নিয়ে জুয়া খেলে
কাটলো যাদের বেলা,
পাগল সেজে তারাই ভাসায়
উজান স্রোতে ভেলা।