ওরা কারা?
আজ এই বিজয়ের দিনে
দিচ্ছে আগুন করছে লুট তরাজ!
ওরা কারা?
প্রতিহিংসার আগুন জ্বেলে
প্রতিপক্ষের বাড়িতে দিচ্ছে আগুন,
সংখ্যা লঘুদের উপর করছে হামলা!
ওরা কারা?
ওরা আজকের পরাজিত শক্তি!
ওরা হায়না, সাম্প্রদায়িক সংঘাত বাধিয়ে,
সমাজে প্রতিহিংসা ছড়িয়ে,
সফল আন্দোলনকে করতে চায় কলঙ্কিত।
ওদের এখনই করো প্রতিহত, না হয়
দেখবে সহসা ই বিফলে যাবে
সব অর্জন।