আমি কখনো তাদের নির্মল হাসি শুনি নি ,
সমাজের উপর তলার মানুষ তারা ,
আমি তাদের কখনো কাঁদতে শুনি নি ;
নিচ তলার মানুষের কথা ভাবতে দেখিনি ।
তারা জীবনে কখনো হারতে চায়নি ,
তারা চায় সবকিছু দখলে রাখতে ;
ক্ষমতা বিত্ত কখনো হাতছাড়া করেনি ,
দেশের টাকা পাচার করতে হাত কাঁপে নি ।
তারা গরীবের জমি জিরাত দখলে নিয়েছে ,
সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়েছে ;
গরীব,মধ্যবিত্ত যখন অভাবে হাহাকার করছে ,
তখন তারা মার্সিডিস গাড়ি কিনছে ,
পাঁচ তারা হোটেলে মদ নারী নিয়ে ফুর্তি করছে ।
তারা তখন হেসেছে প্রতিহিংসার অট্টহাসি ,
তারা ভালবাসার হাসি হাসতে জানেনা ;
কখনো তাদের আমি সে হাসি হাসতে দেখি নি!