শহরের সব নারীরা সাবধান!
শুনেছি লম্বা দাঁত ওয়ালা বুনো শুয়োর
ভরে গেছে সমস্ত লোকালয়!
এখন এই জনপদে মায়ের কোলের শিশু থেকে
মধ‍্য বয়সী নারীরা মোটেই নিরাপদ নয়,
নিরপদ নয় শিক্ষার্থী নারী, ঘরের বধু
গার্মেন্টস কর্মী অফিস ফেরৎ নারী,
যুবতী গৃহকর্মী, বস্তীর কিশোরী,
সকলে আজ ভয়ানক বিপদে আছে!
যারা রাজপথে প্রতিবাদ করছে
তারাই বা কতটুকু নিরাপদ?
এমন ক’জন নারী শিক্ষার্থী আছে যে শিক্ষক ও সহপাঠীদের দ্বারা যৌন হয়রানির শিকার হয়নি?
এমন ক’জন নারী অফিস কর্মী আছে যে বস কিংবা পুরুষ সহকর্মীর লালসার শিকার হয়নি?
শুয়োর গুলোর চোখে লালসা, শরীরে পশু প্রবৃত্তি
উতাল পাথাল করছে, ওদের কাছে প্রতিটি দিন
যেন আশ্বিন কার্তিক মাস, যখন কুকুরেরা
সঙ্গীনি খুঁজে বেড়ায় যত্রতত্র!
পুরুষের আকৃতির এই মানুষগুলো পশুর চেয়েও
অধম এক নিকৃষ্ট জীব – দাঁতাল শুয়োর!
কিছু কাজ করতেই হবে,
কিছু কথা বলতেই হবে
এদের চরম শাস্তির দাবিতে।