অন্তরে আজ তীব্র দহন
ভাবনাতে মোর বিদ্রোহ,
দুর্নীতি আর দুঃশাসনে
জীবনে পাই কত নিগ্রহ।

প্রশাসন আর সন্ত্রাসীরা
করলো কত অত‍্যাচার,
বিরোধীরা আয়না ঘরে
আমজনতার হাহাকার।

চব্বিশ সালের জুলাই মাসে
চললো কত গুলি,
জীবন দিল সাঈদ মুগ্ধ
কেমন করে ভুলি!

স্বৈরাচারের পতন হলেও
থামেনি প্রতিহিংসা,
ক্ষমতা লোভী লুটেরাদের
অন্তরে জিঘাংসা!

মুখোশ পড়ে ঘাপটি মেরে
করছে ষড়যন্ত্র,
এবার লড়াই ওদের সাথে
সাথী ঐক‍্যের অস্ত্র।