হে নর,
তোমাকে ঠিক চিনতে পারছি না,
তুমি নারী কে মানুষ ভাবলে না ;
দাসী কিংবা ভোগ্য পণ্য ভাবছো,
লালসা মেটাতে লাঞ্ছিত করছো!
পৌরুষ দেখাতে কেন কুকুরের মত চেঁচালে?
হে নারী,
তোমাকে ঠিক চিনতে পারছি না,
তুমি পুরুষকে পুরুষ ভাবলে না ;
দিলে না তাকে তার যোগ্য সম্মান,
ছলনাই দিলে গেয়ে বিরহের গান।
ভুল বুঝে ব্যথা দিয়ে কেন তারে কাঁদালে?
হে নর হে নারী,
তোমাদের ঠিক চিনতে পারছি না
কাছে থেকেও কেন আপন হলে না
প্রেমের আশাতে যার কাছে এসেছো
অবিশ্বাসে কেন তারে দূরে ঠেলেছো
দূরেই রাখ যদি মিথ্যে মায়ায় কেন জড়ালে?
ওগো নর নারী
গভীর আঁধার কেটে যাবে তোমাদের প্রেমে,
যেও না ভুলে জীবন চলার পথে নেমে ;
দুঃখ ব্যথার হয় অবসান যদি থাকো একসাথে,
জীবনের সব চাওয়া ধরা দেবে তোমাদের হাতে ;
কষ্ট দিও না আর থেকে দৃষ্টির আড়ালে!