এখন রাতের শহর নিরাপদ নয়!
রাজপথ ছিনতাইকারীর দখলে,
অলি গলি কিশোর গ‍্যাং এর নিয়ন্ত্রণে ;
পুলিশ থেকেও নেই, তারা গা বাঁচিয়ে চলে।

এখন কোথাও নারীরা নিরাপদ নয়,
নিজ ঘরে কিংবা প্রতিবেশীর আশ্রয়ে,
নারী হয়ে যায় ভোগ‍্য পণ‍্য সকল পুরুষ চোখে ;
আর কবে নারী পথে নামবে নির্ভয়ে?

এখন এদেশে নিরপদ নয় কৃষক শ্রমিক,
কৃষক পায় না ন‍্যায‍্য মূল‍্য শ্রমিক পায়না মজুরি;
কৃষকের অভাব থাকে বারো মাস,
শিল্পাঞ্চলে শ্রমিক ছাটাইয়ের শঙ্কা ভারী।
আজ আর কেউ নেই নিরাপদ!
নিরাপদ নেই শিক্ষক কর্মচারী
অফিস ফেরৎ কেরানী ডাক্তার নার্স
সকলে আছে শঙ্কায় হয়ত এখনই ওরা আসবে
মব ভায়োলেন্স নিয়ে হিংস্র হায়না রূপে
ওরা যে পতিত স্বৈরাচারের অংশ
ওদের বিনাশ চাই।