নতুন অতিথি এলো চেনা এ ধরায়,
জ্যোতির্ময় আলো এসে ধরলো জড়ায়ে;
নবজাতকের কান্না হৃদয় ভরায়,
হাসি মাখা মুখ দেয় আনন্দ ছড়ায়ে।
মা ও বাবার প্রতিক্ষার হল অবসান,
পৃথিবীর বুকে এলো এক শেহজাদী ;
মোহময়ী সে যে এক বিধাতার দান,
তার আগমনে হলো জগত আবাদী।

সকল কষ্ট ভুলেছে জন্ম দায়িনী মা
আজ নবজাতকের মুখ পানে চেয়ে ;
আশা মনে মায়ের সে হবে অনুপমা,
ভরেছে মায়ের মন আদরিণী পেয়ে!
ছেলে মেয়ে উভয়ই আল্লাহর দান,
মায়া ভরা মুখ দেখে ভরে মন প্রাণ।

২৫/০১/২০২৪



গত ২৫শে জানুয়ারি আমার বড় মেয়ে এক কন‍্যা সন্তানের মা হয়েছে আমি হয়েছি নানা, আমার মেয়ে ও নাতনীর জন‍্য সকলের কাছে দোয়া প্রার্থী।