একাত্তরে যুদ্ধ করে
আনলো যারা স্বাধীনতা,
তাদের কথা স্মরণ করে
ঘুচাই মনের সব দীনতা।
লক্ষ প্রাণের বিনিময়ে
মা বোন দের ইজ্জতে,
দেশ পতাকা স্বাধীনতা
পেয়ে মাতি হুজ্জতে!
যে যার মত চলতে থাকি
হয়ে বড় লুটেরা,
দেশের কথা কেউ ভাবি না
ফায়দা লুটে নেতারা।
উন্নয়নের দোহাই দিয়ে
চললো লুটে র খেলা,
নানারকম খেলায় মাতে
স্বৈরাচারের চেলা।
নিত‍্য নতুন স্বৈরাচারে
পিষ্ট হলাম এতকাল,
স্বাধীন হয়েও শোষিত হবো
মানি না এই হালচাল।
লড়াই লড়াই আবার লড়াই
শুরু করলো ছাত্ররা,
আমজনতা নামলো পথে
পালায় স্বৈরাচারের মিত্ররা।
অনেক রক্ত ঝরল আবার
দুই হাজার চব্বিশে,
পতন হলো স্বৈরাচারের
খুশীর জোয়ার বহিছে।
স্বপ্ন দেখি শোষণ মুক্ত
স্বাধীন আমার দেশ!
সাম‍্য মৈত্রী বৈষম‍্যহীন
সোনার বাংলাদেশ।