আমি হলাম দূর আকাশের
নিঃসঙ্গ এক তারা,
দিনের আলোয় লুকিয়ে থাকি
রাতে আত্মহারা!
চাঁদের আলোয় লাজ ভুলে যাই,
জ্যোৎস্না মেখে সুখ পেতে চাই ;
প্রিয়াকে মন খুঁজে বেড়ায়,
ছলনা তে দুঃখ সে পায়।
আমায় যারা ভালবাসে
বলবো তাদের ভুলে যেতে,
মায়ার জালে জড়াবো না
পারবো না আর দুঃখ পেতে।
মনে আমার অনেক দুঃখ,
বুকটা যে তাই ভীষণ রুক্ষ ;
শোনার মতো আপন কেউ নাই,
নিজের কষ্ট নিজেই আমি পাই!
দেখতে যেদিন পাবো তারে
জীবন নদীর পারাপারে
বলবো আমার মনের কথা
ভুলে যেতে দুঃখ ব্যথা।