কে মোরে ডাকিছে এই অবেলায়
রাখিবে হৃদয়ে প্রেম ভাবনায়,
কে মোরে দিয়েছে ব্যথা ছলনায়
থাকিয়া অলক্ষে গোপন কুলায়।
অদেখা সে জন দিয়েছে যে মন,
সাজিয়েছে ফুলে ফুলে তপোবন ;
অজানা প্রিয়া রে চেনা প্রয়োজন,
কাছে পেতে তাই এত আয়োজন।
কে দিয়েছে সাড়া মধু নাম ডেকে?
কে দিয়েছে বুকে তার ছবি একে?
সে আমার প্রেম নিঠুর দরদী,
ভুলিব না তারে মরণ অবধি।