নদী আছে জল নেই
গাছ আছে ফল নেই
ক্ষেত আছে শস্য নেই
বর্ষাকালে বৃষ্টি নেই ।
ধান ক্ষেতে ধান নেই
গোলা ভরা চাল নেই
পেটে কোন ভাত নেই
কৃষকের সুখ নেই ।
ঘরবাড়ী সবই আছে
কারও মনে সুখ নেই,
পরিবার আছে টিকে
ভালবাসা প্রেম নেই ।
চারিদিকে হরির লুট
মাথা ব্যথা কারও নেই,
বিপদে হাত পাতলে
কারও কাছে টাকা নেই ।
এত কিছু নেই তবু
না পাওয়ার কষ্ট নেই ,
আসলে এখন আর
কষ্ট পাওয়ার মন নেই ।