সূর্যাস্তের অস্তরাগে বিদায়ের বাণী,
প্রতিটি হৃদস্পন্দনে বিরহ রাগিনী!
প্রভূত শঙ্কায় কাটে আঁধার যামিনী,
ছলনায় কাঁদে একা কাঞ্চন কামিনী!
শহরের কোলাহলে বীতশ্রদ্ধ মন,
দু’দন্ড নিরবতায় প্রিয়া যে উন্মন ;
অবিরাম বয়ে চলা নদী স্রোতধারা,
প্রেম যেন তার ছায়া ঠিক আত্মহারা।
প্রকৃতির গানে থাকে নিরবধি সুর,
আনন্দ হাসি গানে সে ব্যথা করে দূর ;
কল কল ছুটে চলা ঝর ঝর জল,
নারীর হৃদয় মন গহীন অতল!
পারে সে ভরিয়ে দিতে দিয়ে ভালবাসা,
উদাস হৃদয়ে জাগে ভরসার আশা।