শারীরিক মানসিক গঠনে মননে
নারী পুরুষ হয়না সমকক্ষ কভু,
আল্লাহতায়লার সৃজন পৃথক গঠনে
তবু পায় সম মান দিয়েছেন প্রভু।
জাহেলিয়াতের যুগে আরব ভূখণ্ডে
নারীর ছিলনা কোন সম্মান মর্যাদা,
নারী ছিল ভোগ‍্যপণ‍্য পুরুষের দণ্ডে
নারী ছিল গৃহ বন্দী সয়ে নিষ্ঠুরতা!

নারী রূপে জন্ম নেয়া ছিল অভিশাপ
তাদের দু চোখে ছিল শুধু অশ্রু বারী,
কোমল হৃদয় বলে পায়নি তো মাপ
আরবের পথে প্রান্তে করে আহাজারি।

ধরা মাঝে এসে শেষ নবী মোহাম্মদ
নারী দাস মুক্ত করে দেয় সু সংবাদ।



*****
নারী দিবসে সকল নির্যাতিত নারীর প্রতি রইল সহমর্মিতা।