নারী তুমি জননী?
নারী তুমি ভগিনী?
তুমি প্রিয়া রমণী?
কোমল তনুর রমণী
আবেগ প্রবণ জননী
মায়াবতী তুমি ভগিনী!
আপন সে ভগিনী
লাজে রাঙা রমণী
স্নেহময়ী জননী!
তুমি আদরিণী কন্যা
নয়নে মায়ার বন্যা।
তুমি করুণাময়ী
তুমি ছলনাময়ী,
তুমি প্রেম পিয়াসী
তুমি যে সর্বনাশী!
তুমি পূর্ণিমার ঐ চাঁদ,
তুমি মিথ্যে প্রেমের ফাঁদ।
তোমার কারনে পরিবার
তোমায় নিয়েই সংসার,
নারী তুমি পাশে আছো তাই
নয়া প্রজন্মের দেখা পাই।
জীবন গড়তেও জানো
তুমি ভাঙ্গতেও জানো,
তুমি নারী প্রহেলিকা!
নানা রূপে মানবিকা!