নারী তুমি মোহময়ী
নারী তুমি অপ্সরা,
বিছায়েছো প্রেমের পশরা ;
তোমার রূপের আগুন
পুড়িয়েছে কত মন,
কত নগর কানন!
হেলেন, তোমারে হেরিয়া চোখে
বাজিয়েছিল নিরু বাঁশী,
পুড়েছিল ট্রয় নগরী
মৃত্যু এসেছিল, মুখে ছিল হাসি।
কৃষ্ণ ভেঙ্গেছে সব নিয়ম আচার
শুধু রাধার কারনে,
ভালবেসে কায়েস হয়েছে মজনু
লাইলী বিহনে।
শিরি’র প্রেমে মজিয়া ফরহাদ
অপঘাতে দিয়েছে জীবন,
রোমিও জুলিয়েট ভালবেসে
একসাথে মরেছে দু’জন।
জুলেখা ভুলেছে বাদশাহী শান
ইউসুফ কে ভালবেসে,
হীর রাঞ্জা হারিয়েছে পথ
ভালবেসে কাছে এসে।
রজকিনী রামীর প্রেমে
মজিল চন্ডিদাস,
বার বছর বরশী ফেলিয়া ও
মেটে না যে তার আশ্!
হায় রে পাতকী প্রেম কামনার উচ্ছ্বাস,
বিরহ অনলে জাগাও চরম দীর্ঘশ্বাস।