মায়ের কোলে চড়ে খুকু
নানা বাড়ি যায়,
নানা দিল খেলনা গাড়ি
খুকু মজা পায়।
নানী দিল দুধ মাখা ভাত
পেট ভরে সে খায়,
মামা এলো জামা নিয়ে
আনন্দে লাফায়।
খালা মনি আদর করে
বুকে তুলে নেয়,
মামী এসে ক্ষীরের পায়েস
মুখে তুলে দেয়!
নানার বাড়ি কত মজা
সবাই আদর করে,
তবু খুকুর মন ভরে না
বাবা কেন দূরে?