মিথ্যে আশায় আজো তোমরা
দেখছো সুখের স্বপ্ন,
লোভ লালসায় গা ভাসিয়ে
ঐশ্বর্য্যতে মগ্ন।
ভাবছো তোমরা ধন ই সকল
সুখের মূল মন্ত্র,
টাকার লাগি ভুলছে মানুষ
ভালবাসার মন্ত্র!
ক্ষমতা আর স্বার্থের দ্বন্দ্বে
সকলে আজ ব্যস্ত,
ভাবছে না কেউ কর্মফলটা
রবের হাতে ন্যস্ত।
* রব- আরবী শব্দ অর্থ সৃষ্টিকর্তা