আকাশে ঐ নীল রঙ সে নাকি শুধুই দৃষ্টিভ্রম,
নারীর হৃদয়ে প্রেম সে তো ছলনার দাবানল ;
তবু তারে চায় পুরুষেরা সে কি তার মতিভ্রম!
আকাশে ঐ নীল রঙ সে নাকি শুধুই দৃষ্টিভ্রম।
অন্ধ প্রেমে উতলা হৃদয় সে কি তার বুদ্ধিভ্রম!
সে তো তপ্ত অগ্নিশিখা হৃদয়ে বয় তীব্র অনল ;
আকাশে ঐ নীল রঙ সে নাকি শুধুই দৃষ্টিভ্রম,
নারীর হৃদয়ে প্রেম সে তো ছলনার দাবানল।