বিষন্নতায় ছেয়ে গেছে আমার
পুরোটা হৃদয় মোহ মায়ায়,
হতাশা ক্লান্তি এসে ভিড় করে
ক্ষুদ্র এ প্রাণের আঙ্গিনায়।
প্রত্যাশার ফুল গুলো ঝরে ঝরে পড়ে,
বিরহের স্মৃতি হৃদয় উতলা করে।
আলেয়ার আলো হয়ে হারিয়ে যায়
প্রেমের সকল কথাকলি,
আপন বলে আজ আর কেউ নেই,
কষ্টের কথা কারে বলি!
একবার ভেবেছিলাম হাত ধরে থাকবো,
ভালবাসার ক্ষণগুলো মনে গেঁথে রাখবো।
ভাবিনি, ভাবিনি কখনও আমি চারিদিকে এত বন্যতা,
বুঝিনি চাওয়া পাওয়ার শেষ ঠিকানায় শুধুই শূন্যতা।
মৃত্যুর পরোয়ানা হাতে মোর,
দুটি চোখে নামে অমানিশা ঘোর ;
কাছে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল যারা,
বিদায়ের ক্ষণে আজ কেউ নেই কাছে তারা ;
হৃদয়ের আঙ্গিনায় বেদনার কালো ছায়া,
প্রেম ভালবাসা সে কি শুধুই মোহ মায়া?