অনেক আশায় বুক বেঁধেছি
থাকবো দুধে ভাতে,
সে আশা যে দুরাশা হয়
ভাত থাকে না পাতে!
দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি
লাগাম ছাড়া ঘোড়া,
ব্যবসায়ীদের সিন্ডিকেটে
আমরা কপাল পোড়া।
গরীব চাষী ফসল ফলায়
পায় না ন্যায্য মূল্য,
শ্রমিক মজুর পাচ্ছে না কাজ
জীবন মরু তুল্য।
এরই মাঝে দেশে আবার
গণেশ গেল পাল্টে,
রাজা হলো বুদ্ধিজীবী
দলীয় নেতার ফল্টে।
দিন বদলের আশা নিয়ে
খুশি হয় আম জনতা,
বাস্তবে সব মিথ্যে আশা
দেখায় না কেউ সততা।