কবিতা গান মধুর সুরে
বাংলা মিষ্টি ভাষা,
প্রাণের প্রিয় বর্ণমালা
উচ্চারণে খাসা।

অ আ ক খ ছবির মত
বাংলা বর্ণমালা,
যে দেখে সে ভালোবেসে
সাজায় কথামালা।

আমার মায়ের মুখের কথা
মিষ্টি বাংলা ভাষা,
এই ভাষাতে কথা বলে
মিটাই মনের আশা।




***
আসরের প্রিয় ছড়াকার শ ম শহীদ এর ছড়া ' মিষ্টিভাষা' পাঠ করে আবেগতাড়িত হয়ে এ ছড়াটি রচনা করেছি, তাই ছড়া টি প্রিয় কবি কে উৎসর্গ করিলাম।