স্মৃতির পাতা নাড়া দিতেই দেখি তোমার ছবি,
তোমায় নিয়ে কবিতা গান লিখছে কত কবি!
মা নামের ঐ মধুর ডাক ডাকতে তো আর পারিনা,
তোমায় কাছে পেলে মা গো কারও ধার ধারি না।
তোমার স্মৃতি হৃদয় মাঝে জাগায় শুধু ব্যথা,
মা গো আমি কেমন করে ভুলি তোমার কথা?
জানিনা মা লুকিয়ে তাও থাকবে কতদিন,
অভিমানে লুকাও যদি কি করে শুধাই ঋণ!
গর্ভে থেকে দিলাম কষ্ট জন্ম নিয়েও তাই,
তোমার স্মৃতি ভুলে থাকার শক্তি আমার নাই!
শত কষ্ট সহ্য করেও যাও নি আমায় ছেড়ে,
সেই তুমি মা হারিয়ে যাও রাতের ঘুম কেড়ে!
তোমায় ভুলে থাকবো আমি তা কি কভু হয়,
তোমার স্মৃতি জীবন থেকে মুছে যাবার নয়।
১২/০৫/২০২৪
বিশ্ব মা দিবস