মা,
আমার পছন্দের তালিকায় সবার উপরে তুমি,
তোমাকে ভালবাসি তাই দুঃখিত নই আমি ;
তুমি নেই এ কথাটি ভাবতে পারি না!
আমি খুঁজি চারপাশে তোমাকে পাই না,
সকল নারীদের মাঝে তোমাকে দেখতে চাই,
ঘুচাতে আমার দুখ্।
মা, এটা আমার স্বভাব মাত্র,
আমি তোমাকে ভালোবাসি,
আমি তোমার অপরাধী ;
অনুগ্রহ করে আমাকে ক্ষমা করো
কারণ তুমি জানো আমি পারিনি
সব কিছু দিতে যা চেয়েছিলে তুমি,
তাই কাঁপে আমার বুক।
মা,অভিমানী মা আমার,
অনুগ্রহ করে আমাকে ক্ষমা করো,
আমি ভেঙ্গেছি তোমার সোনার সংসার ;
দুঃখ দিয়েছি ছিড়ে রক্তের বন্ধন,
ঐশ্বর্যের মোহে হারালাম আমি
তোমার হাসিমাখা মুখ।
মা, স্নেহময়ী মা আমার,
অনুগ্রহ করে আমাকে ক্ষমা করো
আমি রাখিনি তোমার স্নেহের মান,
কষ্ট দিয়েছি ভালবাসা দিয়ে অন্য কে!
খন্ডিত প্রেমে কেড়ে নিয়েছি
তোমার জীবনের সুখ।
মা, অনুগ্রহ করে আমায় ক্ষমা করো।