মায়ের ভাবনা ছেলে আমার হয় না কেনো ফার্স্ট!
তিন জন টিউটর নিত্য পড়ায় কারিকুলাম মেনে,
লেখা পড়ায় ভাল ছেলে মেধায় ও আছে ট্রাস্ট,
মায়ের ভাবনা ছেলে আমার হয় না কেনো ফার্স্ট!
ছেলে যে তার মেধাবী খুব নয় সে কোন কার্স্ট,
কি করে সে পিছিয়ে যায় এত কিছু জেনে ;
মায়ের ভাবনা ছেলে আমার হয় না কেনো ফার্স্ট,
তিন জন টিউটর নিত্য পড়ায় কারিকুলাম মেনে।
কার্স্ট - উন্মুক্ত উদ্ভিদহীন প্রস্তরময় ভূমি।