মনের গহীনে যার ছায়া পড়ে রয়,
তুমি সেই মায়াবতী আর কেউ নয় ;
নয়নে নয়ন রেখে হয়নি যা বলা,
গানে গানে সেই কথা বলে পথ চলা।
শয়নে স্বপনে তুমি তাই রাত জাগা,
তুমি আছো কাছে তাই এত ভাললাগা ;
অজানা শঙ্কায় মন হয় উচাটন,
এই বুঝি চলে যাও ভাবি সারাক্ষণ।
আলো ছায়া দূরে ঠেলে তুমি দাও দেখা,
বিরহের কষ্ট শেষে দেখি আলো রেখা ;
মায়াবতী তুমি মোর দুঃখের সারথি,
আনন্দ ধারায় তুমি থেকো চির সাথী।
তুমি হীনা এ জীবন শুষ্ক মরুভূমি,
প্রেম ভাবনায় শুধু তুমি আর তুমি!