জোর করে কি কারও যায় মন পাওয়া?
যাব যাব বললেই কি হয় যাওয়া!
ভালবেসে ছেড়ে যেতে
কার মন চায়!
অভিমানে দূরে থেকে
সুখ সে কি পায়?
কি ছলনা কি যাতনা কি অশুভ ছায়া!
তাও থেমে নেই প্রেমিকের পথ চাওয়া।
শহরের অলিগলি ছেড়ে
পল্লী গাঁয়ের পথে পথে,
খুঁজি চেনা সেই মুখখানি
যে চেয়েছে আপন হতে ;
দু’চোখে তার দেখেছি কি মায়া!
ভোলা কি যায় হৃদয়ে যার ছায়া!