মায়াবতীর মায়ার বাঁধন ছিঁড়ে,
কি করে যাই দূরের কোন নীড়ে!
যেখানে নেই বটের ছায়া,
নেই প্রেম আর মোহমায়া ;
মায়ার টানে আসবো আবার ফিরে।

মায়াবতী রাখলো আমায় বেঁধে,
ষড়ঋতুর সোহাগী প্রেম সেধে! ;
কেমন করে থাকি দূরে,
যদি থাকে হৃদয় জুড়ে ;
থাকবে কাছে সে শেষ অনুচ্ছেদে।

মায়াবতী এই দেশ বাংলাদেশ,
সবুজ শ‍্যামল রূপ মাধুরীর দেশ ;
ষড়ঋতুর ছয়টি রূপ,
প্রকৃতি যে তার অপরূপ
ধন ও ধানে ভরা আমার স্বদেশ।