দুনিয়ার শ্রমিকেরা আজ হও এক,
শ্লোগানে শ্লোগানে হোক মুখরিত ধরা ;
আদায় করতে হবে শ্রমিকের হক,
তাদেরই পদ ভারে কাঁপে বসুন্ধরা।
জুলুমের হাতিয়ার পুঁজিবাদী মন্ত্র,
ভুলে যেয়ে দিতে হবে সাম্যের বারতা,
দাবী আদায়ের কাজে ব্যর্থ গণতন্ত্র,
তাই আজ এক হলো শ্রমিক জনতা।
হাতে হাত রেখে তারা নিয়েছে শপথ,
ন্যায্য পাওনা আদায়ে করবে লড়াই ;
আসুক যত বিগ্রহ চলবে এ রথ,
পুঁজিবাদী হায়নার থামবে বড়াই।
আজ আর নেই কোন দ্বিধা লাজ ভয়,
শ্রমিক কৃষক মিলে কেড়ে নাও জয়।