সত্তর লক্ষ বছর পূর্বে মানুষ নাকি এসেছে এ ধরায়,
কত দুর্যোগ মহা প্রলয় তবু মানুষ ঠিকই রয়ে যায়।
মাটি জলে গাছে গুহায় খোলা আকাশ যে তার ঠাঁই,
পৃথিবীতে বহু প্রাণী বিলুপ্ত হয় মানুষেরা তো হয় নাই।
জন্মে মানুষ বাঁচতে শেখে বাঁচার লাগি লড়তে শেখে,
নর নারী দুটি রূপে মানুষের হয় সৃষ্টি আদি থেকে।
যৌবন কালে নর নারী মেতে ওঠে যৌন মিলনে,
সেই মিলনে জন্ম নেয় নতুন মানুষ সচল জীবনে।
আকাশ মাটি সাগর পাতাল মানুষ করছে বিচরণ
প্রকৃতি কে বন্দী করে তারা দেখায় প্রভুর আচরণ।
পাথর ঘষে আগুন জ্বেলে সভ্যতার হয় উন্মোচন,
প্রযুক্তি আজ সভ্যতাকে এনে দিয়েছে উচ্চাসন।
জাতি ধর্মে বিভেদ করে বাজায় যুদ্ধের দামামা,
মানব জীবন শঙ্কিত আজ দেখে চরম হাঙ্গামা।
একদল গড়ে সভ্যতার ভিত নব নব তার সৃষ্টিতে,
অন্যদলে আনে ধ্বংস মারনাস্ত্রের গোলা বৃষ্টিতে।
যে সভ্যতা গড়ে ওঠে মানুষের শ্রম মেধা ঘামে,
ধ্বংসের পথে ছুটছে তা আজ মানুষের অপকামে।