মশা মারতে কামান দাগা ই
তবু মশা মরে না,
কলি কালের নমরুদদের ও
হুল ফোটাতে ছাড়ে না!

কামানের সব গোলা বারুদ
শুনছি গেছে খোয়া,
মশা মারার ঔষধি নাই
আছে সাদা ধোঁয়া!

ক্ষুদ্র বলে ভাবছো তারে
ধ্বংস করবে সহজে,
ঝাঁকে ঝাঁকে আসে তারা
মানব রক্ত নেয় খুঁজে!

তারা দিচ্ছে মানব দেহে
ডেঙ্গু ম‍্যালেরিয়া,
আরও হচ্ছে ফাইলেরিয়া
এবং চিকুনগুনিয়া।

এমন মশা এই দুনিয়ায়
আর কোথা ও নাই!
যত মারি তত আসে
কেমনে মুক্তি পাই?