এ কোন বাণী পাঠ করালে খুলে দিতে আঁখি ,
গান শুনালে মন ভরালে জ্বাললে এ কোন বাতি ;
মরুর বুকে উঠলো দুলে দ্যুতিময় এক পাখি,
যার আলোতে কেটে গেল অমানিশার রাতি।
আল কোরআনের মুক্ত মানিক ছড়ায় জ্ঞানের আলো,
নবীর মুখের আল্লাহ্ নাম যে সুধা ভরা মন্ত্র ;
মুহাম্মদ নাম যে শুনেছে ঘুচায় মনের কালো,
সেই সুধা তে ভরলো হৃদয় চাইনা অন্য তন্ত্র।
আল কোরআনের বিধান মেনে জীবন যুদ্ধে লড়ি,
এক আল্লাহ্ তে ঈমান এনে নামাজ কায়েম করি ;
ইসলামের পাঁচ খুটি কে তাই শক্ত করে ধরি,
রোজা রাখি হজ্জ যাকাতে মানব সমাজ গড়ি।
বিশ্ব জুড়ে দ্বীনের আলো ছড়ায় মরুর দ্যুতি,
ইসলাম মোদের জীবন বিধান নয় তা জনশ্রুতি!
*******
( স্বরবৃত্ত ছন্দের শেক্সপিয়রীয় ধারার সনেট )