শিয়রে দাঁড়ায়ে আছে আজরাইল ফেরেশতা,
বাঁচার উপায় নাই,নাই রে কোন ব্যবস্থা ;
দুয়ারে দাঁড়ায়ে আছে নিয়ে মরণ সমন!
কোন বাধা মানে না সে, হবে জীবন হরণ।

ধন দৌলত যা আছে, বাড়াস না আর মায়া ;
কোন কাজে লাগবে না, ও সবই মিথ‍্যে কায়া!
কত ক্ষমতা রাখিস, পাবি রে কি তাতে মুক্তি?
সব আজ মিথ‍্যে হবে, মরণ বোঝে না যুক্তি।

মনে কত আশা ছিল হবে সুখের সংসার,
খানিক ভুলের তরে সবই ভেঙ্গে চুরমার ;
আজ বিদায়ের ক্ষণে দেখি কেউ নেই পাশে,
পাই নি তাহারে কাছে যে আমায় ভালবাসে!

কঠিন জীবন আজ শেষ বিদায়ের ক্ষণে,
আঁধার ঘনিয়ে আসে মরণ বরণ লগ্নে।