মানুষ যখন বিবেক হারায়
নিপীড়ক কি নিষ্ঠুর!
মানুষ যখন জীবন হারায়
স্বাদ নেয় সে মৃত্যুর।
মানুষ যখন অমানবিক
স্বার্থপরের রূপ ধরে,
ব্যক্তিস্বার্থে ভাইয়ের বুকে
খড়গ কৃপাণ ধরে।
মানুষ যখন ধৈর্য হারায়
হয়ে ওঠে অস্থির,
তবু মানুষ ভালোবাসে
দিন আনে সে স্বস্তির।
মানুষ যখন ব্যকুল হয়ে
খোঁজে নীড় শান্তির,
স্নেহ মায়া ভালোবাসা
শেষ নেই প্রাপ্তি র।
মানুষ যখন মানুষ হয়ে
দেখাবে সহমর্মিতা
জাগবে তখন বিশ্ব মাঝে
দৃঢ় মানবতা।